এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):
১২অক্টোবর থেকে ২নভেম্বর পর্যন্ত মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম অর্থাৎ ডিম দেয়ার সময়। নির্দিষ্ট এই সময়টাতে মা ইলিশ রক্ষায় সাগর ও সুন্দরবনের নদ-নদীতে সকল ধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময় যাতে জেলেরা ইলিশ ধরা থেকে বিরত থাকেন এবং ব্যবসায়ীরা মাছ বেচা-কেনা, মজুদ, পরিবহণ ও বিপনন না করেন সেজন্য উপকূল জুড়ে কাজ শুরু করেছেন কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলার পশুর নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে জেলে, জেলেপল্লী ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, সভা ও মাইকিং প্রচারণা করেন কোস্ট গার্ড। এছাড়া বাজার, হাট ও মৎস্য ঘাট, মৎস্য আড়ৎ এলাকায় ইলিশ রক্ষায় করণীয় ও নিষেধাজ্ঞা অমান্য করলে কি শাস্তি তার বিবরণ সম্বলিত পোস্টারিং করছেন কোস্ট গার্ড পশ্চিম জোন।মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তারেকের নেতৃত্বে বৃহস্পতিবার মোংলা ও সুন্দরবনের পশুর নদীতে অত্যাধুনিক হাইস্প্রিড বোট নিয়ে এ অভিযান চালান কোস্ট গার্ড সদস্যরা। ১২অক্টোবর থেকে ২নভেম্বর পর্যন্ত সাগর ও সুন্দরবন উপকূলে ২৪ঘন্টাই অভিযানে থাকবেন মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের আওতাধীন ১টি ঘাঁটি ও ১২ষ্টেশন।
মন্তব্য