এম ইদ্রিস ইমন, মোড়েলগঞ্জ (বাগেরহাট):
মোড়েলগঞ্জের জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামীলীগের বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে বের হওয়া বিজয় র্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার ব্রীজ চত্বরে এসে শেষ হয়।পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা হাসিবুর রহমান শান্ত, ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন মাসুম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার দুলাল খাঁন, আওয়ামীলীগ নেতা টাইগার সুলতান, ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাসুদ রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল তালুকদার, কৃষক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হাওলাদার সহ আওয়ামীলীগের ভিবিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য এখন থেকে ভোটের দিন পর্যন্ত সকল নেতা-কর্মীদের মাঠে থাকার আহবান জানান। সেই সাথে ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতির জন্য সকলকে কাজ করারও আহবান জানানো হয়।
মন্তব্য