২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে রূপান্তর আমাদের প্রাণের দাবি — শাহজাহান চৌধুরী  তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে: বেবিচক চেয়ারম্যান পানিতে ডুবে শিশুর মৃত্যু নিরাপদ সড়ক দিবসে সুনামগঞ্জের ডিসি ডোপ টেস্ট ছাড়া মিলবে না লাইসেন্স- ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযান, তিনজনের জেল-জরিমানা নাটোরে বিশেষ অভিযানে সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেফতার পাটগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে মাস মিডিয়া ক্যাম্পেইন রাজশাহীর পদ্মায় কুমির, নদীতে গোসল না করতে মাইকিং কিশোরগঞ্জে নাগরিক সেবার মান উন্নয়নে গণ-শুনানী অনুষ্ঠিত
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> খুলনা >> দেশজুড়ে >> বাগেরহাট >> রাজনীতি >> সোস্যাল মিডিয়া
  • বাগেরহাট -৩ আসনে নৌকা প্রতীকের প্রচারণায় বাঁধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • বাগেরহাট -৩ আসনে নৌকা প্রতীকের প্রচারণায় বাঁধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট ):

    রামপালে নৌকা প্রতীকের পোস্টার ছিড়ে ফেলা,কর্মীদের উপর হামলা ও রক্তাক্ত জখম,অশ্লীল ভাষায় গালিগালাজ,হুমকি প্রদান এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে ও প্রচার প্রচারণায় বাঁধা দেওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে মোংলা প্রেসক্লাবে(২৮ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেন, মোংলা -রামপাল বাগেরহাট-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। ঈগল প্রতীকের নেতাকর্মীরা নির্বাচনের পরিবেশ চরমভাবে লংঘন করছেন। ঈগলের সমর্থকদের প্রতিনিয়ত নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে নৌকার পোস্টার ছিঁড়ে ফেলা, নেতাকর্মী ও সমর্থকদের নানা ভাবে হুমকি ধামকি ও ভয়-ভীতি প্রদর্শন, নানা ধরনের মিথ্যা অপপ্রচার, কুৎসিত ঘটনা রটানো সহ বিভিন্ন সহিংসতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন পরিস্থিতির শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে। এসব বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে বন্ধ করা না হলে নির্বাচন ও ভোট অনুষ্ঠান নিয়ে নানা সংশয় দেখা দিবে বলে এ প্রার্থী মনে করেন। ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার। এই দুই প্রার্থীর প্রচারণা ও জনসংযোগ বেশি।কিন্তু ঈগল প্রতীকের কর্মীদের হুমকি ধামকির ভয়ে ভোট চাইতে পারছেন না বলে অভিযোগ রয়েছে তাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার এই বিষয়গুলি প্রশাসনকে জানানো হলে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হালদার, মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম হোসেন, মোংলা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন, মিঠাখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসরাফিল হাওলাদার, সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বলেন,মোংলায় ঈগল প্রতীকের সমর্থকদের অতর্কিত হামলার শিকার হয়েছেন নৌকার কর্মী সুন্দরবন ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান শেখ কবির উদ্দিন এর ছেলে শেখ সাদি বাদল। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। এ ঘটনার পরে ঘটনাস্থলে তদন্তে নেমেছে মোংলা থানা পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনও নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন বেগম হাবিবুন নাহার।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page