৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
তাহিরপুর টিটিসি দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। নিজেদের চরিত্র ও আচরণ সংশোধন করতে হবে-ডিসি জাহিদুল দেশের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী নেতারা  “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা টোল প্লাজায় চেকপোষ্ট হতে পিস্তল ও গুলিসহ আটক ০১ পটিয়ায় ডিএনসির পৃথক অভিযানে ১৩হাজার ইয়াবা সহ ৩জন গ্রেফতার রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় দফার অভিযানে আটক ৭২ রাজশাহীতে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দিলেন এনসিপি নেতা সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৪১০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> কুমিল্লা >> খাগড়াছড়ি >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয়
  • চট্টগ্রামের সুপারশপগুলোতে বন্ধ হয়নি পলিথিনের ব্যবহার
  • চট্টগ্রামের সুপারশপগুলোতে বন্ধ হয়নি পলিথিনের ব্যবহার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    ইমাম ইমু চট্টগ্রাম >>> পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনা করে গত ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ ব্যবহার বর্জন করার নির্দেশনা দেয় পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়। এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে বলা হয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা মানছে না চট্টগ্রামের সুপারশপগুলো। আগের মতোই ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। অপরদিকে পরিবেশ অধিদপ্তর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সুপারশপগুলোতে বিকল্প হিসাবে পরিবেশবান্ধব উপাদানে তৈরি পাট বা কাপড়ের ব্যাগ পৌঁছানোর কথা থাকলেও সব সুপারশপে তা পৌঁছায়নি। এছাড়া অনেকে পলিথিনের বিকল্প ব্যাগ পাননি। এক্ষেত্রে কিছু জায়গায় পরিবেশ অধিদপ্তরের দেওয়া ব্যাগ ১২ থেকে ২০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। এজন্য পলিথিনের ব্যাগ ছাড়া বাজার করতে অনীহা দেখা গেছে ক্রেতাদের মধ্যে। যার কারণে বাধ্য হয়ে পলিথিনের ব্যাগ ব্যবহার করছেন বলে জানান সুপারশপ কর্তৃপক্ষ। এদিকে কিছু সুপারশপ কর্তৃপক্ষ নিষেধাজ্ঞার বিষয়টি জানেন না বলেও জানান।

    জানা যায়, গত ৯ সেপ্টেম্বর স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় সুপারশপগুলোতে পলিথিন ব্যবহার বর্জন করতে বলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকল্প হিসেবে ক্রেতাদের জন্য সব সুপারশপে বা শপের সামনে পাট ও কাপড়ের ব্যাগ রাখতে বলা হয়। এ নিয়ে ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হয়। পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। এছাড়া ইএসডিওর সঙ্গে বিকল্প পরিবেশবান্ধব উপাদানে তৈরি পাট বা কাপড়ের ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করা হয়। মেলায় চাহিদা ও সরবরাহের বিষয়ে আলোচনা করেন সুপারশপের কর্তৃপক্ষ ও উৎপাদনকারীরা। এরপর বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে সব সুপারশপে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিত করার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে পাটের ব্যাগ পৌঁছায়নি বলে জানান সুপারশপ মালিকরা। পলিথিন নিষিদ্ধের ঘোষণার পর গত এক মাসে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এক হাজার কেজির বেশি পলিথিন জব্দ এবং আইন অনুসারে ব্যবস্থা নিতে দেখা গেছে।

    চট্টগ্রাম নগরের কয়েকটি সুপারশপ ঘুরে গেছে, স্বপ্ন, খুলশী মার্ট, বাস্কেটসহ বেশ কিছু সুপারশপে কেনাবেচায় পলিথিনের সঙ্গে কাগজের ব্যাগও ব্যবহার করতে দেখা গেছে। বাস্কেটসহ কিছু জায়গায় পাটের ব্যাগ থাকলেও সেটা একদমই কম। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ কিনতে অনীহা প্রকাশ করছেন ক্রেতারা। পলিথিনের ব্যাগ না দিলে বাজার না করে চলে যাচ্ছেন। আল মদিনা সুপারশপের ম্যানেজার বাবলু বলেন, আমরা চেষ্টা করছি কিন্তু ক্রেতারা পাটের ব্যাগ কিনতে আগ্রহী না। পলিথিনে পণ্য না দিলে বাজার না করে চলে যাচ্ছেন। এতে আমাদের গ্রাহক কমে যাচ্ছে।

    হারুনুর রশিদ নামে এক ক্রেতা জানান, পলিথিনের ব্যবহার বন্ধ করতে হলে এর সরবরাহ আগে পুরোপুরি বন্ধ করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র নিষেধাজ্ঞার নোটিশে কোনো কাজ হবে না। সাধারণ মানুষের হাতে ধরিয়ে দিতে হবে কোনটা ব্যবহার হবে, কোনটা করা যাবে না। এছাড়া কাজ হবে না। কারণ আমাকে বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করতে হচ্ছে। কারণ আমি চাকরিজীবী আর রোজ ব্যাগ কিনে বাজার করা সম্ভব না। পাটের ব্যাগ কিনতে বাড়তি টাকার দরকার হচ্ছে। ফ্রান্স সুপারশপের মালিক আনোয়ার হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে শুধু জানানো হয়েছে। এরপর এতোদিনেও কোনো কার্যক্রম দেখতে পাইনি। আমাদের জানানো হয়নি কোন ধরনের ব্যাগ ব্যবহার করবো বা কোথা থেকে ব্যাগ সংগ্রহ করবো। উচ্চমহল যদি নির্দেশনা পরিপূর্ণভাবে আমলে না নেয়, তাহলে পরিবর্তন সম্ভব না। অপরদিকে মুদি ও কাঁচাবাজারের দোকানগুলোতে অবাধে চলছে পলিথিনের ব্যাগের ব্যবহার। কাস্টমার ও দোকানি অনেকেই জানেন না পলিথিন ব্যাগ যে নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন বাজার ঘুরে কাউকে বাসা থেকে ব্যাগ আনতেও দেখা যায়নি। সবাই দোকান থেকে দেওয়া পলিথিনের ব্যাগে বাজার করছেন। দোকানদাররা জানান, সরকার পলিথিন নিষিদ্ধ করেছে শুনেছি। কিন্তু মানতে কাউকে দেখছি না। বাজারে কেউই ব্যাগ নিয়ে আসে না। সবাই খালে হাতে বাজারে চলে আসে, এখন ব্যাগ না দিলে কাস্টমার অন্য দোকানে চলে যায়। যার কারণে বাধ্য হয়ে দিতেই হয়। এছাড়া সবাই আগের মত পলিথিনে বেচাকেনা করছে। অভিযান করতেও কেউ আসেনি।

    এদিকে পলিথিনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার কণা। তিনি জানান, আমরা পলিথিনের ব্যবহার কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর ধারাবাহিকতায় আমরা অভিযান পরিচালনা করছি।

    মন্তব্য

    আরও পড়ুন

    ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা।
    নিজেদের চরিত্র ও আচরণ সংশোধন করতে হবে-ডিসি জাহিদুল
    দেশের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী নেতারা 
    সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা
    কক্সবাজার ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
    ইয়াবাকান্ডে সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র‍্যাবে গণবদলি
    রামুতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল নুরুল হকের দুতলা বসতবাড়ি। ক্ষয়-ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা
    গ্রাম পুলিশকে নিরপেক্ষভাবে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান – জেলা প্রশাসক

    You cannot copy content of this page