আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব গ্রাম গঠনে প্লাস্টিক-পলিথিন সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়েছে। গত কয়েক মাস ধরে উপজেলা ৫ টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ প্লাস্টিক-পলিথিন সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়। কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ও শিশু ও যুব ফোরামের এক ঝাঁক তরুণ-তরুণীর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে এ কার্যক্রম বাস্তবায়িত হয়। এপির ৫ টি কর্ম এলাকার বাহাগিলী,নিতাই,চাঁদ খানা,কিশোরগঞ্জ সদর,রনচন্ডি ইউনিয়নের গ্রামগুলোর আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক-পলিথিনসহ নানা বর্জ্য সংগ্রহ করে এপির কার্যালয়ে সংগ্রহ করা হয়।গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সংগৃহীত ১হাজার ৬৪ কেজি প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টে পাঠানো হয়। অপর দিকে সংগ্রহের প্রাককালে সরকারি-বেসরকারি, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানসহ সুধী জনের অংশগ্রহণে সভা-সমাবেশ ও উঠোন বৈঠকের মাধ্যমে ওই ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্লাস্টিক দূষণের ক্ষতিকারক প্রভাব এবং এর প্রতিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি। প্লাস্টিক বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করা এবং সেখানে ফেলার জন্য উৎসাহিত করা হয়। নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়। স্থানীয়রা জানায়, ওয়ার্ল্ড ভিশনের এই ধরনের জনহিতকর কার্যক্রম গ্রামগুলোকে পরিচ্ছন্ন,বাসযোগ্য এবং পরিবেশ বান্ধব গড়ে তোলার সহায়ক ভূমিকা রাখছে। এপি ম্যানেজার সাগর ডি’কস্তা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষন রোধ কল্পে প্লাস্টিক-পলিথিন মুক্ত উপজেলা গড়ার লক্ষে উক্ত কার্যক্রম একযোগে ৫টি ইউনিয়নের গ্রামগুলোতে পরিচালনা করা হয়। পাশাপাশি বর্তমান প্রজন্মকে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে এ কার্যক্রমের মূল লক্ষ্য। জানা গেছে,ওয়ার্ল্ড ভিশনে কর্মরত বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে প্লাস্টিক-পলিথিন সংগ্রহে সার্বিক সহযোগিতায় ছিলেন,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,জেফিরাজ দোলন কুবি,নেলসন সরেন,জন কেনেডি ক্রশ, জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।
মন্তব্য