আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম সাতকানিয়া কাঞ্চনা জোটপুকুরিয়া বাজারে সেইফ আবুল হোসেন শপিং কমপ্লেক্সে শভ উদ্ভোধন হয়েছে, এ এইচ ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্ট ,উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন,কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আলহাজ রমজান আলী,ইউপি সদস্য ছগীর আহমেদ ,বাজার কমিটির সভাপতি মোঃ আলহাজ্ব ইউনুস ,জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ইউনিক কম্পিউটার সেন্টার এর পরিচালক এম এ সামাদ প্রমুখ৷
প্রো: মো: হেলাল উদ্দীন গণমাধ্যমকে জানান ৷
আমাদের সেবা গুলো হচ্ছে >>> এক্সটেরিয়র ডিজাইন ইন্টোরিয়র ডিজাইন ,সার্ভেয়ার কন্ট্রাকশন,সাইট সুপারভিশন বিল প্রস্তুতকরণ , এন্ড কস্টিং ই-জিপি টেন্ডার সাবমিট ব্যাংক লোন এষ্টিমেট ইলেক্ট্রিক্যাল/প্লাম্বিং প্ল্যান ৷সয়েল টেস্ট ডিজিটাল সার্ভে পৌরসভা প্ল্যান সি.ডি এ প্ল্যান পাশ বিল্ডিং ডিজাইন আর্কিটেকচারাল প্ল্যান ,ডিজাইন থ্রিডি এলিভেশন ৷
আমাদের অন্যান্য সেবা সমূহ : কম্পিউটার টাইপ।মোবাইল হতে ছবি ও ডকুমেন্ট প্রিন্ট।জন্ম নিবন্ধন অনলাইন।সরকারী চাকুরীর আবেদন। ড্রাইভিং লাইসেন্স আবেদন ই-পাসপোর্ট আবেদন।টিন সার্টিফিকেট আবেদন।যে কোন চালান ও ফরম।বিএমইটি আবেদন।কলেজ,বিশ্ববিদ্যালয় ভর্তি ফরম আবেদন।জাতীয় পরিচয়পত্র আবেদন ও সংশোধন।নতুন ভোটার আবেদন। উপ-বৃত্তির আবেদন।অনলাইন জিডি আবেদন।পুলিশ ক্লিয়ারেন্স আবেদন। ট্রাফিক মামলার টাকা পরিশোধজমির সকল কাগজ যাচাই ।জমির খাজনা।আর,বি,এস অনলাইন।জমির নামজারী বা খারিজ আবেদন।সকল জমির সার্ভেয়ার করা হয়।ফরায়েজ অনুযায়ী জায়গা জমির ভাগ বাটোয়ারা।পরীক্ষার রেজাল্ট বের করা।সার্টিফিকেট সংশোধন আবেদন।এমপিও আবেদন।করোনা টিকার আবেদন।বাংলাদেশ রেলওয়ে টিকেট।বিমান টিকেট ও বুকিং।এতে আপনারা সকলে আমন্ত্রিত ৷
মন্তব্য