২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে শ্রমিকের মৃত্যু দুর্গাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাঘায় গৃহবধুর মৃত্যুর পর পালালো স্বামী রাজশাহী তানোরে হিমাগারে মজুদ আলু নিয়ে কৃষক-ব্যবসায়ীদের চরম দুশ্চিন্তা ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তানোর বিলকুমারী নদী দিন দিন শুকিয়ে যাওয়ার পথে, তবুও মাছের প্রাচুর্যে মুখর রাজশাহীতে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন পুলিশের জালে দুই গরু চোর সহ পিকআপ।
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> খুলনা >> দেশজুড়ে >> বাগেরহাট >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • কর্মচারীদের দাবীর মুখেও মোংলা বন্দরের সিবিএ নির্বাচন দিচ্ছেন না নাসির-পল্টু
  • কর্মচারীদের দাবীর মুখেও মোংলা বন্দরের সিবিএ নির্বাচন দিচ্ছেন না নাসির-পল্টু

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

    যত দিন যাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন ঘিরে ততই উত্তাপ্ত হচ্ছে পরিবেশ। সভা-সমাবেশসহ নির্বাচনের দাবীতে কর্মচারীদের হুঁশিয়ারি জোরালো হলেও রহস্য ভেদ করতে পারছেনা এই নির্বাচন। অভিযোগের তীর বর্তমান পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টুর দিকে। সময় মত নির্বাচন না দিতে নানা রকম তালবাহানা করছেন তারা। এরই মধ্যে তারা বিভাগীয় শ্রম অধিদপ্তরের (জেডিএল) নির্দেশনাও উপেক্ষা করে নির্বাচন না দিতে ক্ষমতা কুক্ষিগতের দিকে হাঁটছেন বলে অভিযোগ উঠেছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীরা জানান, বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ১৭অক্টোবর। তবে তার ৪৫দিন আগে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার বাধ্যবধকতা রয়েছে। কিন্তু বর্তমান পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টু সেদিকে যাচ্ছেন না। জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে এই নির্বাচন বন্ধ করতে তারা বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করছেন। তবে এতে লাভ হবেনা বলেও হুশিয়ারি দেন কর্মচারীরা।কর্মচারীদের পক্ষে সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ বলেন, যে কোন সংগঠন তার নিজস্ব সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (রেজিঃ নং-খুলনা-১৯৫৭) এর রেজিস্ট্রিগত গঠনতন্ত্রের বিধান অনুযায়ী পরিচালিত হয়। তাই এই সংগঠনটি তার সংবিধানের বাইরে কারও খেয়াল খুশি মত চলার সুযোগ নাই। কর্মচারীরা তাদের নতুন নেতা ঠিক করতে নির্বাচন চাইছেন, অথচ বর্তমান পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম যথাসময়ে নির্বাচন না দিতে নানা রকম কারসাজি করছেন। এ বিষয়ে কর্মচারীরা সভা ও সমাবেশসহ নানা আন্দোলন করলেও ভ্রুক্ষেপ করছেন তারা।মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক মোঃ শাহিনুর রহমান বলেন, নির্বাচনের দাবীতে গত ২৭সেপ্টেম্বর কর্মচারীদের নিয়ে সাধারণ সভা করা হয়। যথাসময়ে নির্বাচন দিতে সেই সভায় ১হাজার কর্মচারীদের মধ্যে ৮০০ কর্মচারীর স্বাক্ষরিত একটি রেজুলেশন করা হয়। রেজুলেশনের কপি খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরে পাঠানো হয়েছে। এরপরও বর্তমান পরিষদ যথাসময়ে যদি নির্বাচন অনুষ্ঠিত না করে তাহলে গঠনতন্ত্র অনুযায়ী কর্মচারীরা পরবর্তী ব্যবস্থা নিবেন।নির্বাচনের বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টু দাবী করে বলেন, তারা যথা সময়ে নির্বাচন দিতে প্রস্তুত রয়েছেন। তবে বিভিন্ন মহলের অনুরোধে জাতীয় নির্বাচনের পরে এই নির্বাচন দেওয়া হবে বলেও জানান তিনি।কর্মচারীদের রেজুলেশন কপি পেয়েছেন জানিয়ে রেজিষ্ট্রার্ড অব ট্রেড ইউনিয়ন বিভাগীয় শ্রম অধিদপ্তরের (খুলনা) পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, যথা সময়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন দিতে বর্তমান পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টুকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে আগামী ৯অক্টোবর সাধারণ সভা আহবান করে নির্বাচনী তফসিল দিতে বলা হয়। এর ব্যত্যয় হলে শ্রম অধিদপ্তরের আইনানুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page