কবি- একরামুল হক
ঘুম আসে না দু’টি চোখে
মন ছুটে যায় রওজা পাকে।
মনেরি ভূবনে খুঁজি শুধু
তোমাকে,
হে-প্রিয়! দেখা দাও না কেনো
আমাকে?।
জ্যোৎস্নালোকিত কোনো এক
নিশিতে,
দেখা দাও, হে -প্রিয়! তুমি
আমাকে।
দেখা যদি পাই গো কোনো
নিশিতে,
পাশে বসে পড়বো দরুদ-সারা
নিশিতে।
তোমার চাঁদ মাখা বদন; দেখে যদি মোর
নয়নে,
চুমু দিবো আমি, তোমার মোবারক
বদনে।
সল্লি আলা মোহাম্মাদ-দরুদ পড়ি আমি
অধমে,
উচিলা তোমার দরুদ, দেখা দাও
পাপী কে।
মন্তব্য