আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাতকানিয়া লোহাগাড়াবাসীর সহ দেশ ও প্রবাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদ,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সভাপতি, অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের
রবিবার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক শেখ মহিউদ্দিন জানান, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। সমাজের সর্বত্র সম্প্রীতি ও উৎসবের বার্তা ছড়িয়ে দেয়।
ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে ভেদাভেদ ভুলে সকলকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি ও সাম্যে পুলকিত হবে বিশ্ব এ সমাজ।
দেশ গড়ার কারিগর তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করার আহবান জানান বিএনপির এ নেতা।শুভেচ্ছা বার্তায় চট্টগ্রাম জেলা সহ সাতকানিয়ায় লোহাগাড়া উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ ও দেশ বিদেশের মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।
এছাড়াও,তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন এর সুস্বাস্থ্য কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন।
মন্তব্য