ঈমান উল্লাহ ইমন (ফটিকছড়ি – চট্টগ্রাম)>>>চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চন নগরের ক্রীড়া প্রেমিকদের ব্যবস্থাপনায় মাইজ পাড়া জুনিয়র একাদশের আয়োজনে আজ (১৪ জুন) রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়।ফাইনাল খেলায় সোহেল খন্দকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আলমগীর সাদিক,উদ্ভোধন করেন প্রবাসী মানব কল্যাণ সংস্থার আবুদাবি শাখার সভাপতি রুবায়েত হোসেন।খেলায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ তালিম উদ্দীন।সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার কপিল উদ্দিন।আরো উপস্থিত ছিলেন।প্রবাসী মানব কল্যাণ সংস্থার,কাতার শাহানিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব,হাসান,প্রবাসী মানব কল্যাণ সংস্থার, কাতার শাহানিয়া শাখার সিনিয়র-সভাপতি পিয়ারুল ইসলাম, ফোরকান,তামিম,আরবিন,ইরফান,ইমতু,নয়ন,সামিউল,শাবিব,খেলায় প্রতিদ্ধন্ধিতা করেন মাইজ পাড়া জুনিয়র একাদশ বনাম বাইন্নেচ্ছুলা মানিকপুর উচ্চ বিদ্যালয়।ট্রাইব্রেকারে জয় লাভ করে,বাইন্নেচ্ছুলা মানিকপুর উচ্চ বিদ্যালয়।
মন্তব্য