জেমস রানা বিশ্বাস উপজেলা প্রতিনিধি,সাভার ঢাকা>>> আজ সকাল দশটার দিকে হযরত মোহাম্মদ (স.) এর নামে এবং মুসলমানদের নামে হিন্দু পন্ডিতের কটুক্তি করার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে সাভার ইসলামিয়া কামিল এম. এ মাদ্রাসার এবং সাভার সরকারি কলেজের ছাত্র ও শিক্ষকবৃন্দ।বিক্ষোভ মিছিলের গন্তব্য ছিল সাভার ইসলামিয়া কামিল এম. এ মাদরাসা থেকে সাভার সরকারি কলেজ এবং পাকিজা পর্যন্ত।বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,হযরত মুহাম্মদ স. এর নামে কোন কটুক্তি করলে মুসলমান হিসেবে সেটা তারা মেনে নেবে না।তারা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন।
মন্তব্য