কবি-সাদেকুল ইসলাম নীলফামারী,বাংলাদেশ >>>
ভোড় পাঁচটায় হঠাৎ জেগে দেখি
পেটের পিড়ায় ছটফট, হলো একি!
বাবারে! মারে! বলে করিয়া চিৎকার
কমে নাতো কিছুতেই কিহবে এবার?
মা দৌড়ে এসে দেখে বলে,
“সোনা, হঠাৎ কেন এমন হলে”?
বলতে পারিনা আমি কোনো কিছু
বাবা আছে দাঁড়িয়ে মায়ের পিছু।
বাবা বলে,” কি খেয়েছিস বল”?
মা বলে,”হাসপাতালে যাবি চল”।
বোন বলে, “পেটে হয়েছে গ্যাস,
‘সেকলো’ খাও, হয়ে যাবে শেষ”।
দাদি এসে বলে,আহারে মোর নাতিধন!
কিযে হলো তোর বোঝেনা এ মন।
রেগেমেগে বাবা বলে,”হইওনা উদ্বিগ,
ওষুধ আনতেছি, সব হয়ে যাবে ঠিক”।
অবশেষে,ওষুধ খেয়ে হলাম বেশ
পেটের পিড়াও হয়ে গেল শেষ।
পেটের পিড়ায় বুঝতে আমি পাই
পরিবারের এমন ভালবাসা আর কোথাও নাই।
মন্তব্য