নিউজ ডেক্স >>> চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ও পুটিবিলা ইউনিয়নের সংযোগস্থল গাবতল-পহরচাদা সড়কের প্রায় এক কিলোমিটার কাঁচা অংশ দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা ও গর্তে পরিণত হয়, আর এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে নয়টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ ও শিক্ষার্থীদের।দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা। নির্বাচন এলেও উন্নয়নের দেখা মেলে না বলে অভিযোগ তাদের। সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্মকর্তারা শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন গাবতল-পহরচাদা সড়ক দিয়ে পুটিবিলার পহরচাদা বড়য়া পাড়া, মাইল্যা কাটা, খনির পাড়া,আদর্শ গ্রাম, মাদাকাটা জোড়, আলী ঘোনা, খেদার ঘোনা, পশ্চিম পহরচাদা, পূর্ব পহরচান্দা এলাকার মানুষ চলাচল করেন। সড়কের প্রায় এক কিলোমিটার অংশ কাঁচা হওয়ায় বর্ষাকালে চরম দুর্ভোগের শিকার হতে হয় স্থানীয়দের। আর বর্ষা মৌসুম শেষ হয়ে গেলেও মাঝে-মধ্যে হালকা-পাতলা বৃষ্টি হওয়ায় এ সড়কের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠেছে।স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির কাঁচা অংশ নাজুক থাকায় পরিবহন খরচ দ্বিগুণ বেড়েছে। নির্বাচন আসে, নির্বাচন যায়, নির্বাচিত হয় জনপ্রতিনিধি কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে কাদা ও কর্দমাক্ত পানি। হাঁটতে গিয়েই পা আটকে যাচ্ছে, অনেক জায়গায় আবার পানি জমে ছোটখাটো গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেউ খালি পায়ে, কেউবা জুতা হাতে নিয়ে চলাচল করছেন। বিদ্যালয়ে আসা-যাওয়ায় শিক্ষার্থীদের কষ্টের যেন সীমা নেই। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশাকে কয়েকজন মিলে ঠেলে নিতে দেখা গেছে।এ বিষয়ে পুটিবিলা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল জানান, কলাউজান ও পুটিবিলা ইউনিয়নের সংযোগস্থল গাবতল-পহরচাদা সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। সড়টির কাঁচা অংশে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।লোহাগাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইফরাত বিন মুনির জানান, সড়কের কাঁচা অংশ পাকাকরণের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বাজেট আসলে দ্রুত কাজ শুরু করা হবে।লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, স্থানটি সরেজমিন পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











মন্তব্য