জেলা প্রতিনিধি (নড়াইল)>>
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮জুলাই) দুপুর ১২টায় লোহাগড়া থানা পুলিশের আয়োজনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায়
লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ নাসির উদ্দীনের সভাপতিত্বে ও এস আই মাসুদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেরে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।এ সময় আরো বক্তব্যে রাখেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, নড়াইল জেলার ডিআইও প্রধান মোঃ শরীফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জহিরুল ইসলাম আক্কেল, নজরুল ইসলাম বাদশা, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দীন,লোহাগড়া উপজেলা আঃলীগের সাংগঠনিক সস্পাদক শেখ মাসুদুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আঃলীগের সভাপতি ওয়াহিদুর রহমান সরদার,নবগঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমজাদ আলী, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ সাহা, দিঘলিয়া বাজার জামে মজজিদের ইমাম সুলতান মাহামুদ, দিঘলিয়া বাজার বণিক সমিতির নেতা আলী আজমসহ প্রমুখ।সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা যাতে ঠিক থাকে, কোন রকম অরাজকতা যাতে সৃষ্টি না হয়, সাম্প্রদায়য়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এলাকার সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।এসময় পুলিশ সুপার মহোদয় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে পুলিশ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন অপশক্তির কালো হাত ভেংগে দিতে হবে, ৭২ ঘন্টার মধ্যে পুলিশ ক্লিলিয়াররেন্জ পাবেন।থানা আপনাদের আশ্রয় স্থল। কোন দালালের স্থান থানায় বা পুলিশের কাছে হবে না। আপনারা আমাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না। সর্বশেষ নড়াইল হলো মুক্তিযোদ্ধার ও ক্রীয়ার পাদদেশ।
মন্তব্য