কবি শাহাদাত হোসেন তালুকদার >>>
তারিখঃ ০৭/০৭/২০২৩ খৃষ্টাব্দ
খুঁজেছি অনেক নিজেকে নিজে
বুঝিনা খোঁজার কারণ,
সুরের মূর্ছনায় হার মেনেছি
বেসুরো গাওয়ী এই মন ।
সুন্দর দেখেছি রূপের মাঝে
সৃষ্টির আনন্দ সুখে,
লেখায় খুঁজেছি সমাধান যত
কবিতার মিতালী বুকে।
মানুষ দেখেছি অসংখ্য কত
আমিও তাদের এক,
মানুষ কিনা বলতে পারিনা
অহংকারের হাঁক-ডাক।
গননে গুণে অসংখ্য মানুষ
ইহাই কেবলি সার,
ধুঁকা বাজি মননে সরুপথ যেটি
কি উপায় হওয়া পাড়।
সামিল হয়েছি সত্য মিথ্যায়
ভালো মন্দ ভাবিনি কিছু,
অবশেষে আজ বোধ জাগিছে
হৃদয় বাগে অবুঝ শিশুর।
ছায়ার আশ্রয় খুঁজে যেই পথিক
সুখের স্বস্তি মনোনীতে,
ক্ষণস্থায়ী বলি এই ঠিকানা
অকারণ এই ধরালোক।
সত্য ভাবিয়া মুক্তি মেলেনা
মিথ্যায় খুঁজি সুখ,
বিত্তের কাছে বিলাসিতা ভরা
অনাহারী মরছে মরুক।
উপরে মানুষ ভেতরে পশু
পশুত্ব হয়না দূর,
স্বার্থের প্রশ্নে প্রত্যেকে মোরা
এক অদ্ভুত কঠিন লোক।
মন্তব্য