মোঃ আতিয়ার রহমান উপজেলা প্রতিনিধি মনিরামপুর>>>
মনিরামপুর উপজেলার রাজগঞ্জের পল্লীতে ১০নং মশ্বিমনগর ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের আনোয়ার আলী শেখের পুত্র হোসেন আলী শেখকে তিনটি বিশাল আকৃতির গাঁজাগাছ সহ ২রা জুন বিকেলে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের দারোগা আশিক ও সহকারী দারোগা ইমরান, হোসেন আলীকে নিজ বাড়ি থেকে আটক করে।হোসেন আলী দীর্ঘ দিন গোপনে নিজ বাড়িতে গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সুযোগ্য ইনচার্জ পরিদর্শক জনাব বনি ইসরাইল এর দিকনির্দেশনায় দারোগা দ্বয় সঙ্গীয় ফোর্স নিয়ে হোসেন আলী কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।আটকের অনেক আগে থেকেই হোসেন আলী গাঁজা চাষ করে আসছিলেন।
মন্তব্য