১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষ: খাদে পড়ে শিশুসহ নিহত ৫, আহত অন্তত ২০ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জনগণের সাথে তামাশা করা হচ্ছে রাঙ্গুনিয়ায় রাজনীতিবিদদের ভ্রাতৃত্ববোধের বহিঃপ্রকাশ সুনামগঞ্জের বিন্নাকুলি লাউরেগর রাস্তার পাশে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে মালেক বাহিনী সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষ: খাদে পড়ে শিশুসহ নিহত ৫, আহত অন্তত ২০ শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ যুবলীগ নেতার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার নদীতে কালীগঞ্জে ছাত্রলীগ ও ক্যাসিনো সম্রাটের নাশকতার পরিকল্পনা বাংলাদেশের নবায়ন যোগ্য জ্বালানি নীতিমালায় বিজলী কৃষি কে অন্তর্ভুক্ত করার দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত সাতকানিয়ায় শুরু হচ্ছে উপজেলা চ্যাম্পিয়নস ফুটবল টুর্নামেন্ট
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদরাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় সম্মেলন ও পুনর্মিলনী অনুস্ঠিত
  • রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদরাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় সম্মেলন ও পুনর্মিলনী অনুস্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মীর জাহেদ,রাঙ্গুনিয়া(চট্রগ্রাম) প্রতিনিধি >>> রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠান আজ শনিবার(১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দিনব্যাপী নগরীর পাঁচলাইশস্থ সুইস পার্কে অনুষ্ঠিত হয়।এই উপলক্ষে আয়োজিত অনুস্ঠানে সভাপতিত্ব করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড: মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।অত্র অ্যাসোসিয়েশনের সদস্য সচিব প্রফেসর ড: মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজকর্মী মুহাম্মদ আলাউদ্দিন সিকদার এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী প্রমুখ সহ মাদরাসার প্রাক্তন কৃতী শিক্ষার্থীরা।অনুষ্ঠানে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা ,কথামালাসহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মত অনন্য কিছু উপভোগ্য ছিল চোখে পড়ার মত।এছাড়া স্মরণিকা ও আকর্ষণীয় স্মারক উপস্হিত সবাইকে উপহার হিসেবে প্রদান করা হয়।এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মুহাম্মদ গোলাম সোবহান,সহকারী নির্বাচন কমিশনার মাওলানা জমিল আহমদ আনসারী ও মাওলানা মুহাম্মদ আবু বকর সিকদার।সম্মেলন পর্বে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক,মাদরাসার কৃতী শিক্ষার্থী প্রফেসর ড: মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক,মাদরাসার কৃতী শিক্ষার্থী প্রফেসর ড: মুহাম্মদ ফরিদু্দ্দিন ফারুক। ২১ সদস্যের কার্যকরী পরিষদে বাকি পদগুলো ঘোষণার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মেলনের পক্ষ থেকে নির্বাচন কমিশন ক্ষমতা অর্পণ করেন।উক্ত সম্মেলন ও পুনর্মিলনীতে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল, সুন্দর ও আকর্ষণীয় করায় মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদু্দ্দিন ফারুক।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page