আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা >>>
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের অভিযান চালিয়ে বন্দুকসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি বন্দুক, ২৭টি দেশি ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্ট্যাম্প ও ১৫টি কার্তুজ। এ ঘটনায় মুহাম্মদ কামালসহ (৫০) দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। কামাল সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে।
বুধবার (২৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব ৭ এর এই অধিনায়ক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, কতিপয় ব্যক্তি চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় একটি বসতবাড়িতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মজুত করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র্যাব-৭ চট্টগ্রাম এর একটি দল রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকার কামাল উদ্দিনের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে রিমান্ডে এনে পরে জিজ্ঞাসাবাদ করা হবে
লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান আরো বলেন, বিগত সময়ে রাউজান উত্তপ্ত ছিল। সাম্প্রতিক সময়ও রাউজান উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগে প্রায়ই আমরা অভিযান চালিয়েছি। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে একের পর সংঘর্ষ ও গোলাগুলিতে এ পর্যন্ত খুন হয়েছেন ১৭ জন।











মন্তব্য