এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> জিয়া আমার বিশ্বাস, তারেক রহমান আমার চেতনা, বিএনপি আমার অঙ্গীকার।বিএনপিকে ভালোবাসী বলে অবৈধ অনির্বাচিত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে কয়েকবার হামলা মামলা জেল জুলুম নির্যাতন শিকার হওয়ার পরেও দল ছেড়ে দিয়ে কোথাও কখনো যাই নাই, কখনো যাবোও না, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই দলের সকল শ্রেণির নেতা কর্মীর সাথে আছি এবং থাকবো, রক্তের সাথে মিশে আছে এই সংগঠন ।ইতিহাস সাক্ষী বিএনপি’র প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনো পোস্ট পদবী ক্যারি করে আসতেছি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো বিএনপির পরিবারের সাথে বাকি জীবন কাটিয়ে দিবো।জীবনের বেশির ভাগ সময় দায়িত্ব পালন করে যাচ্ছি ।সরকারি মুজিব কলেজ ছাত্রদলের থেকে পোস্ট শুরু হলো আমার দায়িত্ব ঠিক তখন থেকে এখন পর্যন্ত পালন করে আসতেছি।সাবেক সাধারণ সম্পাদক!কোম্পনীগঞ্জ উপজেলা ছাত্রদল,সাবেক সাংগঠনিক সম্পাদক!কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি,সাবেক সাধারণ সম্পাদক!কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি,সাবেক আহ্বায়ক!কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।সদস্য!
মন্তব্য