এম ইদ্রিস ইমন, মোড়েলগঞ্জ (বাগেরহাট):
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএসের ১৫ টাকা কেজি চালের ডিলার কর্তৃক ২৬ বস্তা চাল চুরি করে বিক্রির ঘটনা ঘটেছে। গতকাল ২৬ মে শুক্রবার বেলা ২ টার দিকে চালের বস্তার লেবেল পাল্টে মোট ২৬ বস্তা চাল পাচারকালে হাতেনাতে ধরা পড়ে,চোরাইকৃত চাল ট্রলার যোগে জলিল তালুকদার এর ছেলে। জিউধরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওএমএস চালের ডিলার সোহাগ তালুকদার (৩৬)এর বাড়ি থেকে আত্মসাৎ করে জিউধরা আলীর বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার পথে ঠাকুরাইন তলা গ্ৰামের মোশারফ শেখের বাড়ির সামনের খাল থেকে ট্রলারে পাচারকৃত ২৬ বস্তা চাল হাতেনাতে আটক করেন জিউধরা ইউনিয়ন’র সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন সহ স্হনীয় জনতা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএসের ১৫ টাকা কেজি চালের ডিলার সোহাগ তালুকদার ও তার সহযোগী হারুন বয়াতি’র মাধ্যমে দুলাল হাওলাদারের ট্টলার দিয়ে চোরাইকৃত চাল পাচারের সময় হাতেনাতে আটক করি। এসময় সহযোগী হারুন বয়াতি (৪৪ )ঘটনাস্থল থেকে চাল রেখে পালিয়ে যায়। পরে আমি নিজ হেফাজতে জিউধরা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন হাওলাদার এর মাধ্যমে মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মজুত রাখি। চাল চুরির খবরে এরই মধ্যে একাদিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শন করেন।ওএমএসের ১৫ টাকা কেজি চোরাই চাল জব্দ এবং এই ঘটনার সাথে জড়িত ডিলার সোহাগ তালুকদারের চাল চুরির বিষয়ে জিউধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা এবং ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য ছাইদুল ইসলামকে জানানো হলে,তারা বলেন চাল চুরির ঘটনার খবর শুনেছি এবং চোরাইকৃত চালের মোট ২৬ বস্তা চাল আটক রাখা আছে মঠবাড়ি প্রাথমিক বিদ্যালয়। ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে ফোনে জানিয়েছি। একই সাথে খাদ্য অফিসারকেও অবগত করা হয়েছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম,তারেক সুলতান আজ বিকালে ঘটনা স্থল পরিদর্শন করবেন। এবং ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
মন্তব্য