মোংলা (বাগেরহাট)প্রতিনিধি >>> মোংলায় ৯বছরের শিশুকে ধর্ষণ করেছেন ৬৫বছরের বৃদ্ধ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষক আসামীকে ধরতে পুলিশের অভিযান চলছে।মামলার এজাহারে জানা যায়, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখন্ড এলাকার জনৈক ব্যক্তির শিশু (৯) কন্যা বৃহস্পতিবার দুপুরে বাড়ীর সামনের রাস্তা খেলাধুলা করছিলো। তখন প্রতিবেশী আনছার আলী শেখ (৬৫) শিশুটিকে তার নিজ বাড়ীতে ডেকে নেয়। এরপর তাকে (শিশু) ঘরে নিয়ে ধর্ষণ করে আনছার। পরে শিশুটি বিষয়টি তার মা ও বাবাকে জানায়। তারা বিষয়টি জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা এনিয়ে বাড়াবাড়ি না করার চাপ দেন। এদের মধ্যে স্থানীয় প্রভাবশালী মোঃ রোকনুজ্জামান (৪২) ও মোঃ জাহাঙ্গীর শেখ (৫৪) ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য নানা তৎপরতা শুরু করেন। তারা টাকা-পয়সা দিতে বিষয়টি মিমাংসা করার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দিতে থাকেন। এবং ধর্ষককে অন্যত্র সরিয়ে দেন। এ মিমাংসায় রাজি না হওয়ায় তাদেরকে এক প্রকার অবরুদ্ধ করে রাখে ওই প্রভাবশালীরা। পরে কৌশলে প্রভাবশালীদের চোখ ফাঁকি দিয়ে রবিবার রাতে থানায় যান ভুক্তভোগী পরিবার। তারা রাতেই থানায় এজাহার দাখিল করেন। পরবর্তীতে সোমবার সকালে মামলা রেকর্ড করেন পুলিশ। এদিকে যারা ধর্ষণ ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টা করেন তাদেরকে এ মামলায় স্বাক্ষী করেছেন পুলিশ।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, ঢালীরখন্ড এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ধর্ষক আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
মন্তব্য