মোংলা (বাগেরহাট) প্রতিনিধি >>> সংবাদ নয় সংযোগ এই স্লোগানে শুরু হওয়া একাত্তর টেলিভিশন ১৩ বছর পেরিয়ে পা রাখলো ১৪ বছরে।এ উপলক্ষে শনিবার (২১শে জুন) সকাল ১০ টায় টাইগার হোটেলের হলরুমে প্রথমে কোরআন থেকে তেলাওয়াত দোয়া ও পরে কেক কেটে একাত্তর টেলিভশনের জন্মদিন উদযাপন করা হয়।দীর্ঘ পথচলায় এবার ২৪ এর চেতনাকে ধারন করে একাত্তর টিভির শ্লোগান ছিলো সংবাদে, সংযোগে, আস্থায় ও বিশ্বাসে, একাত্তর টেলিভশন এসময় প্রতিষ্ঠানটির উজ্জ্বল ভবিষ্যত কামনা ও মোংলা উপজেলায় নিয়োজিত একাত্তর টেলিভশনের প্রতিনিধি এনামুল হক’কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি,আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সেব দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি,সাবেক কামিশনার ইমরান হোসেন।প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, মনিরুল ইসলাম দুলু, আবু হোসাইন সুমন, নুর আলম শেখ, আবুল হাসান,নিজাম উদ্দিন, মাহমুদ হাসান,জসিম উদ্দিন,শফিকুল ইসলাম শান্ত, সোহাগ মোল্লা, এনামুল হক,রেজা মাসুদ, হাফিজুর রহমান, আলী আজিম, হাসিব সরদার,ইলিয়াস হোসেন, শরিফুল ইসলাম রুমি,এম ইদ্রিস ইমন,বায়জিদ হোসেন সহ মোংলায় কর্মরত অন্নন্য সাংবাদিক বৃন্দ।বক্তারা বলেন, নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সবার কাছে আস্থার জায়গা করে নেয় একত্তর টেলিভশন। প্রতিষ্ঠার ১৪বছর পদার্পণে প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও উত্তরোত্তর মঙ্গল কামানা করেন।পরে প্রতিষ্ঠার ১৪ বছরে হোটেল টাইগার থেকে একটি র্যালি বের করা হয়।
মন্তব্য