মোহাম্মদ সোহেল রানা বান্দরবান জেলা প্রতিনিধি >>> বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। শনিবার–রবিবার (১৭–১৮ মে) অডিটোরিয়ামে বাছাই পর্বের পর রবিবার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মোঃ সুলতান উদ্দিন ইকবাল, বিশেষ অতিথি ড. মোহাম্মদ নুরুল আবছার ও এডিএম এস এম হাসান বিতর্কের গুরুত্ব এবং শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতার কথা তুলে ধরেন।চুড়ান্ত বিতর্কের বিষয় ছিল, “আর্থ-সামাজিক বৈষম্য ঘোচানো সম্ভব নয়, এটি সমাজের স্বাভাবিক পরিণতি।” ইংরেজি বিভাগ পক্ষে থেকে বিজয়ী হয়, BBA বিভাগ বিপক্ষে থাকলেও হার মানে। শ্রাবণী বড়ুয়া তিশা নেতৃত্বে ইংরেজি বিভাগ জয়ী; সেরা বিতার্কিক নির্বাচিত হন মাহাবুবা সুলতানা মিম।পুরস্কার হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিষ্ঠামূলক সভায় গঠন করা হয় বান্দরবান বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (BUDS)-এর প্রথম কমিটি; সভাপতি তানভীর মহতাব চৌধুরী, সাধারন সম্পাদক চন্দ্রিমা বড়ুয়া । এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিবর্গীয় উপস্থিত ছিলেন ।বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের বুদ্ধিবৃত্তিক আয়োজন চালু রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
মন্তব্য