নিজস্ব প্রতিবেদক খুলনা>>> এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আজ ৩০শে ডিসেম্বর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর শুভ উদ্বোধন করেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব টি এম মোশাররফ হোসেন,পুলিশ সুপার খুলনা।এছাড়া আরোও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ,খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ,খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মচারী বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা প্রশাসকের কার্যালয়,খুলনা এর চত্বরে শুভ উদ্বোধন করা হয়।
মন্তব্য