মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> বাংলাদেশ থেকে হাজার হাজার বর্গমাইল দূরে সাগর কন্যা মালদ্বীপে অবস্থান করছে অসংখ্য প্রবাসী বাংলাদেশী ঈদ আনন্দ, ইফতার মাহফিল, জন্মদিন, দেশীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান কোন কিছুতেই পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশীরা।তারই ধারাবাহিকতায় গতকাল ৪ এপ্রিল রোজ শুক্রবার মালদ্বীপের রাজধানীর মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কেটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদযাপন করা হলো বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মালদ্বীপ কমিটির উপদেষ্টা এবং গণ অধিকার পরিষদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোহাম্মদ দুলাল আল মাইজভান্ডারীর জন্মদিন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ তৌহিদের সঞ্চালননায় কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ আলমগীর শিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আল-আমিন সহ-সভাপতি মোঃ আসাদুজ্জাম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আফজাল হোসেন। অনুষ্ঠানে আগত সকলের উদ্দেশ্যে মোহাম্মদ দুলাল আর মাইজভান্ডারী বলেন আমাকে না জানিয়ে সুন্দর একটি আয়োজন করার জন্য আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। মোঃ নুরুল ইসলাম মোঃ নুর মোহাম্মদ সৌরভ নাছির গাজী মোঃ বাদশা মিয়া সহ অসংখ্য প্রবাসী পেশাজীবীরা উপস্থিত ছিলেন।পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য