মোঃ ফারুক হোসেন আদিতমারী প্রতিনিধি (লালমনিরহাট) >>> গত ১০/০৬/২০২৫ খ্রিঃ দেওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৫ ও ২০১৬ সম্মিলিত পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। দুই ব্যাচে মিলে শিক্ষার্থী ছিলেন ৮০ জন। এবং শিক্ষার্থী পরিচয় দিয়ে অনুষ্ঠান শুরু করেন এ সময় সভাপতি হিসাবে বক্তব্য রাখেন বাবু খগেন্দ্র নাথ রায়। আরো উপস্থিত ছিলে অবঃ প্রধান শিক্ষক কাজী আলনগীর তিনি স্কুল বিষয় নিয়ে অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং স্কুল অনেক উন্নয়ন নিয়ে কথা তুলে ধরেন। বর্তমানে প্রাধান শিক্ষক মিলন কুমার রায় বক্তব্য বলেন আগের চেয়ে বিদ্যালয় এগিয়ে যাচ্ছে এবং বলে এলাকায় অভিভাবক দের লেখা পড়া দিক দিয়ে সচেতন হতে বলেছেন। তিনি আরো বলেন পি এস সি ২০১৫ ও ২০১৬ শিক্ষার্থী বলেন তোর অনেক ভালো জায়গা তোমাদের পরিচয় পর্বে শুনেছি অনেক রয়েছেন এবং তোমাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব এবং তিনি বলেন তোমাদের সুস্থা কামনা করি এ বলে তিনি বক্তব্য শেষ করেন এবং অনেক শিক্ষক ও শিক্ষকা বক্তব্য রাখেন এবং অতিথি হিসেবে ব্যবক্ত রাখে ৭ নং পলাশী ইউনিয়ন ইউ পি সদস্য ৯ নং ওয়ার্ড মোঃ লুতফর রহমান তিনি ব্যবক্ত বলে আমরা মাদক কে না এবং শিক্ষাথী লেখাপড়া দিকে ফিরে আসি। এবং সভাপতি সাহেব কিছু দিক নির্দেশনা দিয়ে সমাপ্তি ঘোষনা করেন।
মন্তব্য