৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীর পবা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে ও কমিনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্ত্রাসী,চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ফটিকছড়ি বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত । পর্যটকবাহী বোটে বিদেশি মদ বিয়ার বিক্রেতা সীমান্তের পেশাদার মাদক কারবারি শাহজাহন গ্রেফতার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার তদারকির জন্য “বিশেষ টাস্কফোর্স” গঠন সিংড়ায় সেনাবাহিনীর পূজামন্ডব পরির্দশন বগুড়ায় আন্তঃজেলা ডাকাতদলের লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ গ্রেফতার- ২ শেরপুর জেলায় নালিতাবাড়ী উপজেলা বন্যার্তদের মাঝে সামগ্রী বিতরণ করেন জৈন্তাপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১৯ বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত কালুরঘাটে সেতু নির্মাণসহ ১১টি প্রকল্প একনেকে অনুমোদন টেকনাফে প্রায় ২১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য তিমি মাছের বমিসহ এক যুবককে আটক করেছে বিজিবি
  • প্রচ্ছদ
  • জাতীয় >> রাজশাহী >> রাজশাহী
  • দুর্গাপুরে দুর্বৃত্তদের আগুনে পান বরজ পুড়ে ছাই
  • দুর্গাপুরে দুর্বৃত্তদের আগুনে পান বরজ পুড়ে ছাই

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ শাহিনুর রহমান আকাশ ভ্রাম্যমান প্রতিনিধি >>রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা ১ নং ইউনিয়ন নওপাড়া ৪ নং ওয়ার্ড গোপালপুর ফুলতলা বিলে ১৬ জুন রাত্রি আনুমানিক ৯:৩০ ঘটিকার দিকে দুর্বৃত্তদের আগুনে কোটি টাকার পান বরজ পুড়ে ছাই
    প্রত্যক্ষদর্শীর জানান দুর থেকে আগুনের শিখা দেখে স্থানীয়দের চিৎকার ও চেচামেচিতে পুরো এলাকায় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারা দেখেন একই এলাকার পান চাষী মোঃ ফিরোজের উদ্দিনের পান বরজে সর্ব প্রথম আগুন লাগে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও দুর্গাপুর ফায়ার সার্ভিসেকে ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়টি জানান এবং প্রাথমিক ভাবে পান বরজ মালিক সহ
    এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নেভানোর উন্নত সরঞ্জাম ও আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় এবং বাতাসের কারণে আগুন খুব দ্রুতই আশে পাশের সমস্ত পান বরজে ছড়িয়ে পড়ে এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি দেরি করে আসাতে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে সংবাদ সংগ্রহে করতে গেলে আমাদের দেখে স্থানীয়রা বলেন আগুন নিয়ন্ত্রণ করার প্রায় ৩০ মিনিট পর দুর্গাপুর ফায়ার
    সার্ভিসে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান কিন্তু তারা আসলেও আগুনে কোন পানি না দিয়ে তারা চলে যায় বলে এলাকাবাসীরা অভিযোগ করেন
    এলাকাবাসীর অনুরোধে দুর্গাপুর ফায়ার সার্ভিস এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন আমরা জ্বলন্ত আগুন ছাড়া পানি দিই না এবং সেখানে আমাদের গাড়ি পৌঁছাতে পারে নাই বলে ফোনের সংযোগটি কেটে দেয়া তখনোও কিন্তু ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠছিল পরে বারবার তাদের সঙ্গে যোগাযোগ করা হলে
    তারা বলেন আপনারা বালতি বা জল মোটার দিয়ে নিজেরাই নিভিয়ে ফেলুন
    আগুনে ৭০/৮০ বিঘা জমির পান বরজ পুড়ে যায়। এতে করে প্রায় ৪০/৪৫ জন পান চাষীর ২ কোটি টাকার ক্ষয় ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা হলেন। লোকমান হুজুর আলী সমর আহাদ আবেদ আফাস উদ্দিন সাদ্দাম রাজ্জাক এবং আরো অনেকের পান বরজ পড়ে ছাই হয়ে যায়। এবং এই আগুন নিভাতে গিয়ে হাবিবুর রহমান নামের একজন পান চাষী অসুস্থ হয়ে পড়েন, পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেসে ভর্তির করেন পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অপরদিকে পান বরজে আগুন লাগার সংবাদ শুনে আহাদ উল্লাহ নামের অপর এক ব্যক্তি স্ট্রোক,। স্থানীয়
    মাহাতাব ও আসাদুল নামের দুই ব্যক্তি বলেন, ইচ্ছাকৃত ভাবে এই পান বরজে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করছেন এই নিয়ে এই বিলে এক থেকে দেড় বছরের মাথায় ৪ থেকে ৫ বার আগুন লাগে
    স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে, এলাকায় মাদকের ভয়াল থাবার কারনে বারবার এই ঘটনা ঘটেছে বলে ধারনা তাদের। মাদক সেবীরা গভীর রাতে পান বরজে তাদের অভয়ারণ্য হিসেবে ব্যবহার করছে যাহার ফলে এমন ঘটনার বারবার সৃষ্টি হয়।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page