মোংলা বাগেরহাট প্রতিনিধি >>> চলমান তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে লেবু, ট্যাং, চিনি, ইসুবগুলের ভুষি ও তোকমা মিশ্রিত)সুপেয় ফ্রি শরবত বিতরণ করছেন ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ মোংলা পৌর শাখা। শনিবার ১৭ মে দুপুর ১২ টা থেকে পৌর শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে চরমোনাই পীর সাহেব সৈয়দ রেজাউল করিমের ঘোষণা মতে এমন উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি নিয়ে ইসলামী শ্রমিক আন্দোলন মোংলা উপজেলা সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান জানান,মোংলায় তাপমাত্রা বর্তমানে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। হাট-বাজার, সড়ক, মাঠ ও কর্মস্থলে কর্মব্যস্ত মানুষ ক্লান্ত ও বিপর্যস্ত। এমন পরিস্থিতির মধ্যে মোংলা সহ সমগ্র দেশবাসী এখন প্রচণ্ড তাপদাহের মধ্যে অবস্থান করছেন। এমন সময় ইসলামী শ্রমিক আন্দোলন থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে, তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না। তাই তাদের উদ্দেশ্যে মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন পৌর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রচার সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন, পৌর সহ- সভাপতি সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, পৌর কমিটির নাসির উদ্দিন, আলমগীর হোসেন, আব্দুস সালাম, ও আব্দুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় তারা জানান গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও বেশ কিছুদিন এমন উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য