আব্দুল্লাহ আল মারুফ >>> এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই— এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে, সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীরা আয়োজন করেছে পিঠা উৎসব,এতে ১২ টি স্টল নিয়ে অংশগ্রহণ করে ২ শতাধিক শিক্ষার্থী।বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত পিঠা উৎসব উদযাপিত হয়।এ সময় তারুনের পিঠা উৎসবের তাৎপর্য নিয়ে বক্তারা বলেন,
শিশুদের মেধা বিকাশে খেলাধুলা এবং এ পিঠা উৎসব দারুন ভূমিকা রাখবে,তাই অভিভাবক এবং শিক্ষকরা সমন্বয়কভাবে স্কুলের মনোনয়নে কাজ করে তাহলে পরিপূর্ণ সুশিক্ষায় শিক্ষিত করা সম্ভব হবে।স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীনের সভাপতিত্বে সহকারী শিক্ষক অপু দত্তের সঞ্চালনায়।প্রধান প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামী উপজেলার সহ সেক্রেটারি জনাব মাওলানা আবু তাহের।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল উন্নয়ন কমিটির উপদেষ্টা জায়েদ হোসেন বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সেলিম উদ্দিন। বিদ্যালয়ের উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা কাঞ্চনা ইউনিয়ন জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক যায়েদ হোসাইন সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী
উপস্থিত ছিলেন।
মন্তব্য