সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> একজনের রক্ত, আরেকজনের জীবন—গড়ি ভালোবাসার বন্ধন” এই স্লোগানে রাজশাহীর তানোর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মুন্ডুমালা রক্তদান সংস্থা (MRS) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি অস্থায়ী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। সোমবার (২৬ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার সরনজাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পেইনে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।আয়োজক সূত্রে জানা গেছে, ২০১৯ সাল থেকে মানবসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী এই সংগঠনটি স্কুল, কলেজ ও সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণীদের নিয়ে গঠিত। শুরু থেকেই সংগঠনটি রক্তদান ও সচেতনতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে।রক্তের গ্রুপ জানতে আসা একাধিক শিক্ষার্থী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের রক্তের গ্রুপ জানতে পারছি। ভবিষ্যতে পরিবারের কেউ রক্তের প্রয়োজন হলে আমরা এগিয়ে আসতে পারবো।”সংগঠনের প্রতিষ্ঠাতা রবিউল আওয়াল বলেন, “বর্তমানে বিভিন্ন প্রয়োজনে রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গ্রামাঞ্চলের অনেকেই এ বিষয়ে অবগত নন। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা খুবই কম। এজন্যই আমরা এ ধরনের ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করেছি।”তিনি আরও জানান, ভবিষ্যতে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগে সার্বিক সহায়তা করছে দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মুন্ডুমালা বাজার।
মন্তব্য