সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার চাপড়া মহিলা ডিগ্রি কলেজ এখন দরিদ্র ও আদিবাসী নারীদের উচ্চ শিক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মাত্র ১০ কেজি চাল ও ২৫০ টাকার বিনিময়ে শিক্ষার্থীরা মাসব্যাপী আবাসিক সুবিধাসহ থাকা ও খাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে এতিম ও অতিদরিদ্র শিক্ষার্থীদের জন্য এই সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে।কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষের উদ্যোগে এ ব্যবস্থাটি চালু রয়েছে। তিনি জানান, শিক্ষক-কর্মচারীদের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে ২০০ জন শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে। কলেজটিতে বর্তমানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি এবং অনার্স পর্যায়ে প্রায় ৭৮৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে ১৫০-২০০ জন নিয়মিতভাবে হোস্টেলে অবস্থান করছেন। এদের মধ্যে ৬০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থী রয়েছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, তানোর ছাড়াও আশপাশের গোদাগাড়ী, নিয়ামতপুর ও মান্দা এলাকা থেকে অসংখ্য দরিদ্র ও আদিবাসী শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসের হোস্টেলে থেকে পড়াশোনা করছেন। শিক্ষার পাশাপাশি কলেজের খরচ লাঘবে ক্যাম্পাসে সবজি ও মাছ চাষ করা হচ্ছে।স্থানীয়দের মতে, কলেজটি ১৯৯৪ সালে নারীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয়। সে সময় নারীদের শিক্ষায় আগ্রহ ছিল সীমিত, কিন্তু বর্তমানে কলেজটির গুণগত মান, ফলাফল এবং শিক্ষার পরিবেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে।আবাসিক শিক্ষার্থীরা জানান, তারা যদি এই স্বল্প খরচে থাকা-খাওয়ার সুযোগ না পেতেন, তবে হয়তো উচ্চ শিক্ষার স্বপ্ন অধরাই থেকে যেত। তারা অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কলেজটিকে তাদের শিক্ষাজীবনের আশীর্বাদ বলে মনে করেন।
মন্তব্য