সোহেল রানা,তানোর,(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে গ্যাসের ট্যাবলেট খেতে এক ব্যাক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলা মুন্ডমালা পৌর এলাকার সাদিপুর মহল্লায়। ওই ব্যাক্তির নাম মাইনুল ইসলাম (৬০)। তিনি মুন্ডমালা পৌর এলাকার সাদিপুর মহল্লার খাইরুল ইসলামের পুত্র।সোমবার বিকালে বাড়ির পার্শ্বের একটি আম বাগানে তাকে পড়ে থাকতে দেখে তার স্বজন ও এলাকাবাসী উদ্দ্বার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্ত্রী না থাকায় একাকিত্বের দুশ্চিন্তাগ্রস্ত নেশাগ্রস্থ হয়ে পড়েছিলেন তিনি। গোপনে গ্যাসের অতিরিক্ত ট্যাবলেট খেয়ে সে আত্মহত্যা করেছে বলে ধারনা মহল্লাবাসী ও স্বজনদের।তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, এঘটনায় তানোর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য