তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা >>> সিরাজগঞ্জের তাড়াশে সাদারানী সাথি (২০) নামের এক নিত্য শিল্পী গণধর্ষণের শিকার হয়েছেন। এ অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ রফিকুল ইসলাম নামক একব্যক্তিকে আটক করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার তালোম ইউনিয়নের রানীহাট গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপ কর।মামলার এজাহার সূত্রে জানা গেছে বগুড়া জেলার শেরপুর এলাকায় বসবাসরত ওই নিত্য শিল্পী উপজেলার রানীহাট এলাকায় এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে আসেন। ঘটনার রাতে রানিহাট গ্রামের কফিল উদ্দিন, দেওড়া গ্রামের রফিকুল ইসলাম ও এনামুল হক এনা সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন ওই নৃত্য শিল্পী কে রানিহাট হাই স্কুল মাঠে গণধর্ষণ করেন।এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার ওসি (তদন্ত) রূপ কর জানান, শুক্রবার দিবাগত রাতে মামলা হলে শনিবার ভোরে রফিকুল ইসলাম নামের এক আসামিকে আটক করা হয়েছে এবং অন্যান্য আসামীদেরও আটক করার প্রচেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য