সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে একটি কাভার্ড ভ্যান সহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও অপর অভিযানে প্রাইভেট কার সহ ৭ বস্তা ভারতীয় চিনি আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়,সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানার এসআই মোঃআশরাফুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় একটি কাভার্ড ভ্যানে ভারতীয় কসমেটিক সহ বুধবার (৯ই অক্টোবর) সকাল ০৮.৩০ ঘটিকায় ০৪নং দরবস্ত ইউনিয়নের অন্তর্গত গর্দনা সাকিনস্থ নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।এ সময় কাভার্ড ভ্যান সহ বিপুল পরিমাণ কসমেটিক উদ্ধার করা হয়।এ সময় কসমেটিকের সাথে আরো দুইজন আসামিকেও গ্রেফতার করা হয়েছে।তারা হলেন মোঃ রনি রারি (২৬) পিতা- মোঃ ইসহাক আলী,২।মোঃ রাকিব আহমদ (১৮), পিতা- মোঃ নিজাম গাজী,উভয় সাং- রুপাতলী,থানা- কোতোয়ালি ,জেলা- সিলেট।পুলিশ জানায় তাদের নিকট হতে উদ্ধারকৃত একটি কভার্ড ভ্যান সহ কভার্ড ভ্যানে থাকা ইন্ডিয়ান শাড়ি ১৮ প্যাকেট, প্রতি প্যাকেটে ৫ পিচ করিয়া মোট ৯০ টি শাড়ি, বিভিন্ন ব্রান্ডের সানগ্লাস ১৫৪ বক্স, প্রতি বক্সে ১৮ পিচ করিয়া মোট ২৭৭২ টি সানগ্লাস, Fasion Herbs Herbal Cosmetics ৪ কার্টুন, প্রতি কার্টুনে ৪৮ পিচ করিয়া মোট ১৯২ পিচ কসমেটিকস,Nivea Body Lotion ২৪ কার্টুন, প্রতি কার্টুনে ১২ পিচ করিয়া মোট ২৮৮ পিচ লোসন,Wild Stone Body Spry ৭০ কার্টুন, প্রতি কার্টুনে ৪৮ পিচ করিয়া মোট ৩৩৬০ পিচ বডি স্প্রে উদ্ধার করা হয়।পুলিশ জানায় আটককৃত এই ভারতীয় পণ্যের সর্বমোট মূল্য- ২৫,০০০০/– (পচিশ লক্ষ টাকা)।দিনের অপর অভিযানে সন্ধ্যায় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তামাবিল মহাসড়কের ফেরিঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৭ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কারে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়।এদিকে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
মন্তব্য