৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফুলবাড়ীতে ক্রিকেটারদের লিজেন্ডস কাপ এর উদ্বোধন হয়েছে সাতকানিয়ায় অভিনব কায়দায় স্বর্ণ চুরির অপরাধে গ্রেফতার ৩-চোরাই স্বর্ণ উদ্ধার রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুই স্কুল শিক্ষককে পেটালেন বিএনপি নেতা। পাটগ্রাম উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিজেই অসুস্থ হয়ে পড়েছে। বরাদ্দের লক্ষ লক্ষ টাকা যায়। ওয়ান শুটার পাইপগানসহ ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করেছেন কোস্ট গার্ড কলমাকান্দায় ভারতীয় মদসহ ৭ যুবক আটক পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর থানায় মামলা। কিশােরগঞ্জে কিসামত বদি  উচ্চ বিদ্যালয়ের বেঞ্চ চুরির ঘটনায় সভাপতি আটক গৃহকরখেলাপিদের তালিকা করতে বললেন মেয়র শাহাদাত দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র থাকতো
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> সিলেট
  • জৈন্তাপুরে আজ থেকে ২২ মন্ডপে শুরু হয়েছে শারদীয় দূর্গা পূজা
  • জৈন্তাপুরে আজ থেকে ২২ মন্ডপে শুরু হয়েছে শারদীয় দূর্গা পূজা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    <img <img

    সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> আজ থেকে মহা ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হচ্ছে শারদীয় দূর্গা পূজা। এ বছর জৈন্তাপুর উপজেলায় মোট ২২ টি পূজা মন্ডপ দূর্গা পূজা উদযাপন হবে।উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্য নিজপাট ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত কালীবাড়ী পূজা মন্ডপ, দূর্গাবাড়ী পূজা উদযাপন পরিষদ,রামেশ্বর শিব মন্দির পূজা মন্ডপ,মহাদেব বাড়ী ঘিলাতৈল পূজা মন্ডপ ও আদর্শগ্রাম সার্বজনীন শিব দূর্গা মন্দিরে পূজা উদযাপিত হবে।উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত শ্রীপুর চা বাগান পূজা মন্ডপ,মোকামবাড়ী সার্বজনীন দূর্গা মন্দির,কেন্দ্রী কেন্দ্রী হাওড় পূজা মন্ডপ ও গাতিগ্রাম সার্বজনীন পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপিত হবে।উপজেলার ৩ নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত সরুখেল পশ্চিম সার্বজনীন বিশ্বহরি দেবালয় পূজা মন্ডপ,আফিফা নগর চা বাগান পূজা মন্ডপ,থুবাং ভৈরববাড়ী সার্বজনীন পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।এছাড়াও ৪ নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত একমাত্র পূজা মন্ডপ হলো উত্তর মহাইল সার্বজনীন দূর্গা মন্দির।এ ছাড়াও উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত হেমু সর্বজনীন পূজা মন্ডপ,কাইতগ্রাম সার্বজনীন পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।উপজেলার ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত আহমেদ নগর চা বাগান,হাবিব নগর চা বাগান পূজা মন্ডপ, উমনপুর পূজা মন্ডপ,খান চা বাগান পূজা মন্ডপ,রামেশ্বর শিব মন্দির পূজা মন্ডপ,পশ্চিম ঠাকুরের মাটি রামকৃষ্ণ পূজা মন্ডপ ও সেনাটিলা রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপিত হবে।এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি শ্রী নিবারন চন্দ্র দাস বলেছেন,মঙ্গলবারের ভিতরে সকল পূজা মন্ডপে প্রতীমা স্হাপন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।তিনি বলেন প্রতিটি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেচ্ছাসেবক টিম নিরাপত্তায় কাজ করবে।জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম জানান, ইতিমধ্যে উপজেলার প্রতিটি পূজা মন্ডপে ১৫৮ জন পুরুষ ও মহিলা আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত করা হয়েছে।জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, নিছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে জৈন্তাপুর উপজেলার সবকটি মন্ডপে পূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা সংযোগ দেয়া হয়েছে।এ ছাড়াও বিভিন্ন সময়ে মন্ডপে পুলিশ আনসারের পাশাপাশি, সেনাবাহিনীর টহলটিম মন্ডপ পরিদর্শন করবে।উপজেলার সীমান্তবর্তী পূজা মন্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা কাজ করবে।তাছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) উপজেলার পূজা মন্ডপগুলো পরিদর্শন করবে ও সার্বিক খোঁজ খবর রাখা হবে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page