নিউজ ডেক্স >>> সাম্প্রতিক ভারী বর্ষণ চলমান থাকায় আজ ০১ জুন ২০২৫ খ্রি রাত ০৯:০০ ঘটিকায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন পূর্ব ফিরোজশাহ ১ নং ঝিল পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আশ্রয় কেন্দ্রে উপস্থিত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং সার্বিক বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি ১৫০ জনের মাঝে খাবার বিতরণ করেন।চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহানগরের এসি ল্যান্ডবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য