১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুশ-ইন বন্ধ করে অবৈধ ভারতীয় নাগরিকদের পুশ-ব্যাক করুন : সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ গোয়ালন্দে আসলাম মিয়ার পক্ষে লিফলেট বিতরণ  বান্দরবানে এসএসসি পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এসএসসি পরীক্ষায় পটুয়াখালী  ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে  শিক্ষার্থীরা ফেল। নবীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ বিশ্বমঞ্চে আলোকিত কুমিল্লার সন্তান । মাদ্রাসা থেকে মার্কিন বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ইমরান আনসারীকে সংবর্ধনা” পাহাড় ধসের আশঙ্কায় লামার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সব প্রস্তুতি আছে: বিজিবি মহাপরিচালক রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির
আন্তর্জাতিক:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২ ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> ক্রিকেট >> খেলাধুলা >> বিনোদন
  • জয়ের ধারায় ফিরতে চায় পাকিস্তান; দ্বিতীয় জয়ে চোখ অস্ট্রেলিয়ার
  • জয়ের ধারায় ফিরতে চায় পাকিস্তান; দ্বিতীয় জয়ে চোখ অস্ট্রেলিয়ার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    বিনোদন ডেক্স 

    ব্যাঙ্গালুুরু, ১৯ অক্টোবর ২০২৩ (বাসস) : জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে আগের ম্যাচে হেরে যায় পাকিস্তান। এদিকে, প্রথম দুই হারের পর তৃতীয় ম্যাচে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিতে পাকিস্তানের বিপক্ষে আবারও জ¦লে উঠতে মরিয়া অসিরা। ব্যাঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
    নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে বিশ^কাপ শুরু করেছিলো পাকিস্তান। পরের ম্যাচে বিশ^কাপে রেকর্ড জয়ের নজির গড়ে পাকিস্তান। শ্রীলংকার ছুঁড়ে দেয়া ৩৪৫ রানের টার্গেট ১০ বল বাকী রেখে স্পর্শ করে ৬ উইকেটের জয় তুলে নেয় পাকরা। বিশ^কাপে রান তাড়ায় নয়া রেকর্ড গড়ে পাকিস্তান। এতদিন বিশ^কাপে রান তাড়ায় জয়ের রেকর্ড ছিলো আয়ারল্যান্ডের। ২০১১ সালে ব্যাঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রান তাড়া করে ম্যাচ জিতে রেকর্ড গড়েছিলো আয়ারল্যান্ড। শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের রেকর্ড জয়ে মোহাম্মদ রিজওয়ান অনবদ্য ১৩১ রান ও আব্দুল্লাহ শফিক ১১৩ রান করেন।
    প্রথম দুই ম্যাচ থেকে শতভাগ সাফল্য নিয়ে চিরপ্রতিন্দ্বন্দি ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। আহমেদাবাদে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যায় পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৫৫ রান তুলে ভালো অবস্থায় ছিলো পাকরা। এরপর ব্যাটিং ধ্বসে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
    ভারতের কাছে হারের দুঃস্মৃতি ভুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে এখন সব মনোযোগ পাকিস্তানের। অসিদের বিপক্ষে জিততে হলে ব্যাটার-বোলারদের একত্রে জ¦লে উঠতে হবে বলে মনে করেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রাখতে মুখিয়ে থাকবে তারা। আমরা যদি, ব্যাটিং-বোলিংয়ে শতভাগ উজার করে দিতে পারি তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয়। আমাদের ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে।’
    ভারতের কাছে ৬ উইকেটে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ১৩৪ রানের ব্যবধানে পরাজিত হয় অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে জয়ের দেখা পায় অসিরা।
    প্রথমে ব্যাট করে উদ্বোধনী জুটিতে ১২৫ রান তুলে ফেলে শ্রীলংকা। এরপর ব্যাটিং ধসে ৮৪ রানে ১০ উইকেট হারায় লংকানরা। অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পা ৪ উইকেট নেন। জবাবে ৮৮ বল বাকী থাককে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
    শ্রীলংকার বিপক্ষে জয়ে উচ্ছসিত অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে আত্মবিশ^াসী হয়েই মাঠে নামবে অসিরা। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ‘প্রথম দুই ম্যাচে হারলেও আমরা ভেঙে পড়িনি। খুব দ্রুতই জয়ের দেখা পেতে চেয়েছিলাম। শ্রীলংকার বিপক্ষে জয়টি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। পুরোপুরি আত্মবিশ^াস নিয়েই মাঠে নামবো এবং টানা দ্বিতীয় জয়ের ব্যাপারে দল আশাবাদি।’
    অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান শিবিরে স্বস্তির আবহাওয়া। জ¦র থেকে সুস্থ হয়ে দলের অনুশীলনে যোগ দিয়েছেন দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম তিন ম্যাচে বল হাতে খুব বেশি প্রভাব রাখতে পারেননি আফ্রিদি। এখন পর্যন্ত তিন ম্যাচে ১৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।
    আফ্রিদিকে চিন্তা দূর হলেও, জ¦র ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করা ওপেনার আব্দুল্লাহ। তার খেলা নিয়ে সংশয় রয়েছে।
    এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। যেখানে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার দিকেই। ৬৯ ম্যাচে জয় আছে অসিদের। পাকিস্তানের জয় ৩৪টিতে। ১টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়। এমনকি বিশ^কাপের মঞ্চেও এগিয়ে অস্ট্রেলিয়া। ১০বারের দেখায় ৬টিতে জিতেছে অসিরা। ৪টি জয় আছে পাকিস্তানের। সর্বশেষ দুই বিশ^কাপে জিতেছে অস্ট্রেলিয়াই।
    পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, মোহাম্মদ নাওয়াজ, উসামা মির, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।
    অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), সিন অ্যাবট, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page