মোঃ জাহিদুল ইসলাম(জাহিদ)।জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫ সিপিসি৩ এর একদল চৌকস অপারেশনাল দল।আটকৃতরা হলেন,১,মোঃ ওয়াসিম আলী মন্ডল (২৭), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-ছেলেবোলো,২,মোঃ রমজানুল ইসলাম (২৫), পিতা- মোঃ জাকের মন্ডল, সাং-বরন পুকুরপাড়,উভয়ের থানা-পাঁচবিবি।এছাড়াও তাদের কাছ থেকে ১টি মটর সাইকেল,২টি মোবাইল,২টি মেমোরি,চারটি সিম উদ্ধার করা হয়।জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম আজ সকালে এক প্রেস ব্রিফিং এ বলেন,গ্রেফতারকৃত আসামীরা বহুদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।তারা জয়পুরহাট জেলায় বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছিলো।১৫ মে ২০২৩ ইং তারিখে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য