মোঃ মাসুদ আলম চুনারুঘাট,(হবিগঞ্জ) >>> তীব্র গরম আর ভ্যাপসা অস্বস্তির পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে চুনারুঘাটে। আজ সকালে শুরু হওয়া এই বৃষ্টিতে জনজীবনে ফিরে এসেছে সজীবতা। গত কয়েকদিনের অসহনীয় তাপমাত্রা থেকে রেহাই পেয়ে হাঁফ ছেড়ে বাঁচছেন উপজেলাবাসী। সকাল থেকেই আকাশ মেঘলা ছিল এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির তীব্রতাও কিছুটা বাড়ে। এই বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে গেছে, গাছে লেগেছে নতুন প্রাণের ছোঁয়া। ধুলোবালি কমে যাওয়ায় বাতাসের সতেজতা অনুভব করছেন সবাই। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে চুনারুঘাটে তাপমাত্রা অনেক বেশি ছিল, যার কারণে মানুষজন বাইরে বের হতে পারছিলেন না। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য এই গরম অসহনীয় হয়ে উঠেছিল। আজকের বৃষ্টিতে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কৃষকরাও এই বৃষ্টিতে খুশি, কারণ এটি ফসলের জন্য উপকারী হবে বলে মনে করছেন তারা। তবে বৃষ্টির কারণে কিছু নিচু এলাকায় পানি জমেছে, যা দৈনন্দিন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে। তা সত্ত্বেও, তীব্র গরম থেকে মুক্তি পাওয়ায় বৃষ্টির এই দুর্ভোগ মেনে নিচ্ছেন চুনারুঘাটের বাসিন্দারা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা আরও কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য