নিউজ ডেস্ক >>> জনপ্রিয় আটটি ব্যান্ড নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত কনসার্ট। চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ২০২৫ ‘গালা নাইট কনসার্ট’ যেখানে দেশসেরা ব্যান্ডগুলো মঞ্চ মাতাবে। এ আয়োজনকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন প্রচারণা। এটি আয়োজন করছে জেলা প্রশাসন চট্টগ্রাম।
কনসার্টটি আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এটি হতে যাচ্ছে এ বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট, যা নিয়ে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, ফৌজদারহাট ডিসি পার্কে চলমান মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী উপলক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট কনসার্ট। যেখানে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ডনগর বাউল, শিরোনামহীন, আর্টসেলসহ আরও পাঁচটি ব্যান্ড। উন্মুক্ত এ কনসার্টে আসা শ্রোতাদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
এবং কনসার্টকে কেন্দ্র করে অনলাইনে প্রচারণা শুরু হয়ে গেছে। আয়োজকরা জানান, শ্রোতাদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
নগরবাউল’র মুখপাত্র রবিন ঠাকুর জানিয়েছেন, চট্টগ্রামের সঙ্গে তাদের সম্পর্ক বিশেষ এবং শহরের শ্রোতাদের সামনে তাদের পারফরম্যান্স সবসময় হৃদয় উজাড় করে থাকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।
মন্তব্য