সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক খুলনা>>> খুলনা নিরালা তাবলীগ (মারকাজ) মসজিদে মুসল্লিদের মধ্যে সাদ ও জুবায়ের পন্থি গ্রুপিং সৃষ্টি হওয়াই,জুবায়ের পন্থীরা গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে আগামী দশ দিন সাদ পন্থীর কোন মুসল্লিরা তাবলীগ মসজিদে অবস্থান করে তাদের কোন কার্যক্রম চালাতে পারবে না।সেই পরিপেক্ষিতে সাদ পন্থীদে নির্দেশনা থাকে আজ শুক্রবার ২৭শে ডিসেম্বর জুম্মার নামাজ তারা নিরালা তাবলীগ মসজিদে আদায় করবে। এমনতো অবস্থায় দুই পক্ষর বিশৃঙ্খলা এড়াতে খুলনার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী,নৌ বাহিনী,পুলিশ বাহিনীর কঠোর নিরাপত্তা দিয়েসেছেন সারা দিন ব্যাপী।সশস্ত্র বাহিনী এলাকার সাধারণ মুসল্লি বাদে সাতপন্থী ও জুবায়ের পন্থীর কাউকেই ঢুকতে দেয়নি তাবলীগ মসজিদের ভিতর।নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বারোটার সময় তাবলীগ মসজিদের মেইন গেটে তালা বদ্ধ করে রাখেন। যাহার কারণে জুম্মার নামাজ এলাকার কোন মুসল্লি নামাজে সামিল হতে পারেননি।নিরালা তাবলীগ মসজিদে সামনে থেকে মাওলানা হাসানুর রহমান ও স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান স্থানীয় মুসল্লিরা দুঃখ প্রকাশ করে আমাদেরকে জানান, আজ মুসল্লিদের ভিতরে বিভাজনের কারণে শুক্রবারে জুম্মার নামাজ আমরা পড়তে পারলামনা তাবলীগ মসজিদে, আমরা মুসলিম হিসাবে মুসলিমদের ভিতরে সাদপন্থী ও জুবায়ের পন্থী চাইনা। সাধারণ মানুষের একটাই চাওয়া মুসলমানদের ভিতরে সকল ভেদাভেদ বাদ দিয়ে সকলে একসাথে নামাজ পড়তে পারে । সারজমিনে গিয়ে পর্যবেক্ষণ করে দেখা যায়,সশস্ত্র বাহিনী দ্বারা নিরালা মোড় থেকে গল্লামারি মোড় পর্যন্ত কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা।তবে এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং মসজিদের আশেপাশে সাত পন্থী বা জুবায়ের পন্থীদের কাউকেই দেখা চোখে পড়েনি আমাদের।
মন্তব্য