আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে রাইস কুকার যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্টে রেনুফা বেগম (৪৮)নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর দোলাপাড় গ্রামে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধু ওই গ্রামের আনিছার রহমানের স্ত্রী। এলাকাবাসী জানায়, রেনুফা বেগম প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ভাত রান্নার জন্য রাইস কুকারে চাল তুলে বৈদ্যুতিক সংযোগ দিয়ে বাইরে যান।এসময় রাইস কুকার যন্ত্রের ত্রুটির কারণে বিদ্যুতায়িত হয়ে পড়ে। কিছু সময় পরে ভাত সিদ্ধ হয়েছে কিনা তা দেখার জন্য রাইস কুকারের ঢাকনা খুললে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।এ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।পুটিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সায়েম লিটন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হয়েছে।
মন্তব্য