আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> বৃষ্টি স্নাত প্রকৃতি উপেক্ষা করে নীলফামারী কিশোরগঞ্জের যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’। শনিবার (১নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথভাবে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও সমবায় ও জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের পতাকা বেদিতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদের প্রশাসনিক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার জাকিয়া ফারহানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন, ইউএনও প্রীতম সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন,উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোতাহার হোসেন। এছাড়াও বিভিন্ন সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদক ও সদস্যগণ উপস্থিত ছিলেন। যা নিজের দায়িত্ববোধের জায়গা থেকে বৃষ্টিরস্নাত প্রকৃতি উপেক্ষা করে আসা সমবায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় বক্তাগণ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায়ের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন । পাশাপাশি উপজেলাকে গ্রিন কিশোরগঞ্জ, ক্লিন কিশোরগঞ্জ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত সমবায়ীরা এ কার্যক্রমে অংশীদারিত্বের ভিত্তিতে সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিশেষে, নানা জনহিতকর কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখায় ইউএনও প্রীতম সাহা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও সমবায়ে নানা সাফল্যের অবদান রাখায় সমবায় দিবস উপলক্ষে ৩ জন সমবায়ীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ,উপজেলা অডিট অফিসার রবিউল হোসেন।











মন্তব্য