মোঃ কামাল হোসেন
————————–
এক পরন্ত বিকেলে
কাপ্তাই জুমে,
অজান্তে কখন যে
হারিয়ে গেছি ঘুমে।
নির্মল হাওয়ায়
দোলা দেয় মনে,
খেলা করে পাখিরা
নীল গগনে।
খেলা করে কর্ণফুলির
স্বচ্ছ পানির মাছ,
হাওয়ায় দোলে চির সবুজ
পাহাড়ের সারি সারি গাছ।
শোনা যায় গহীন জুমে
ভুতুম পাখির ডাক,
কত বন হরিণ আর
খেক শিয়ালের হাক।
নিরব আর নিস্তব্দতায়
নেই কারো দেখা,
আমার ভিতর আমি
যেনো একা শুধু একা।
অতঃপর সন্ধ্যা ঘনিয়ে এলো
পাখিরাও নীড়ে চলে গেলো,
ভয় আর আনন্দ
এক সাথে হলো।
মন্তব্য