কবি -একরামুল হক
সমাজে সুদ -ঘুষে সমাদর
মানবতা আজ বড় অনাদর।
যুব-যুবতী, গাঁজা- মদে বিভোর
মনুষ্যত্ব হরে হয়ে গেলো যেনো ইতর।
প্রভাত-সন্ধ্যা, ফেসবুকে ধান্দা
প্রেমালাপ সদা রাখে জিন্দা।
লেখা- পড়ায় বসে না মন,
করে শুধু নিন্দা।
শ্রদ্ধার বাজারে লেগেছে আজ
মন্দা।
স্নেহের পথে নেমে আসলো যেনো
সন্ধ্যা।
অনাচারের অনলে যেনো সমাজ
পুড়ে হলো ছাই।
শিষ্টাচার,সভ্যতার শিক্ষা মোরা
কোথায় যে আজ পাই?
সমাজ বিনির্মাণে সদা জাগ্রত
হওয়া চাই,
অবিচার-অনাচার করতে দূর-
রাসূলের আদর্শের” বিকল্প নাই”।
(সংক্ষিপ্ত)
মন্তব্য