কলমেঃ নাজমুল ইসলাম >>>
তারিখঃ ৬.০৭.২০২৩
আমার এই ছোট্ট ঘরে,
দিলাম তোমায় মনের বসত করে।
একা একা মন যে কাটে না আর
ভালোবেসে পাইলালাম না তাহার।
মন খুঁজে আপন ভবের এই দুনিয়ায়,
সে আমারে দুঃখ দিয়ে চলেছে আপন মায়ায়
সেই যদি হইত আমার ফুলে মালা,
তারে আমি সাজাবো মনের ডালা।
আমার এই চশমাটা ছিল তোমাকে ঘিরে,
ঠিকানা বিহীন খুজি আমি আপন নীড়ে।
ও আমার প্রিয়তমা তোমায় খুজি সারাক্ষণ,
ওগো তোমার মনটা আমায় দিও সর্বক্ষণ।
মন্তব্য