সরাইল উপজেলা্ ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি>>> বাংলাদেশে বিএনপির সহ- আন্তজার্তিক বিষয় সম্পাদক এড.ভোকেট রুমিন ফারহানা গত কাল এক কর্মী সভায় বলেছেন, এই সরকার কে বার্থ হতে দেওয়া যাবে না।গত কাল শুক্রবার ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলা,সরকারি অন্নদা উচ্চবিদালয়ের মাঠে,সরাইল উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে এই বিএনপির এই কর্মী সভায় অনুষ্ঠিত হয়।এই কর্মীসভার প্রধান অতিথি ছিলেন,এড.ভোকেট রুমিন ফারহানা।এছাড়া ও সেখানে বিভিন্ন বিএনপির নেতা কর্মী উপস্থিত ছিলেন।এবং বিভিন্ন জায়গায় থেকে বিএনপির যুবদল,ছাত্র দল, সংগঠন মিছিল নিয়ে,সভায় যোগ দেয়।এ সময় বেরিস্টার রুমিন ফারহানা বলেছেন,এই সরকার কে দেশ চালাতে আমাদের সাহায্য করতে হবে।এই সরকার কে কোনো ভাবেই অসফল করতে দেওয়া যাবে না।তিনি আরো বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, এই সরকার আমাদের জন্য,তাই সরকার কে বের্থ হতে দেওয়া যাবে না। দেশের শান্তি জন্য,দেশের মানুষের জন্য এই সরকার কে কোনো ভাবেই অসফল হতে দেওয়া যাবে না।এই সরকার আমাদের।তিনি বলেন এই সরকার আমাদের জনগণের দাবির প্রতি রক্ষ রেখে দূত একটি অবাধ,সুষ্ট,নিরপক্ক,নিবাচনের আয়োজন করবে।অবশেষে তিনি বলেন,আমার পরিবারে আমি ও আমার মা ছাড়া,এই সংসারে আর কেউ নেই।কিন্তু আমি মনে করি আমার হাজার,হাজার পরিবার সদস্য আজ আমার সাথ।
মন্তব্য