মুরাদুল ইসলাম মুরাদ চর রাজিবপুর উপজেলা(কুড়িগ্রাম)প্রতিনিধি >>> কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা হলরুমে সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার তিনটি ইউনিয়নের ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের নিয়োগ চুড়ান্ত করা হয় উন্মুক্ত লটারীর মাধ্যমে। আজ এক উন্মুক্ত লটারি অনুষ্ঠানের মাধ্যমে ওএমএস (ওপেন মার্কেট সেল) এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে প্রাথমিক যাচাই-বাছাই শেষে সকল আবেদনকারীদের সামনে এ লটারী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচিত হয়েছেন ০৩ জন এবং খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নির্বাচিত হয়েছেন ১০ জন।একটি ওয়ার্ডের ২ টি আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত না হওয়ায় ওই ওয়ার্ডের কোন ডিলার নিয়োগ হয় নি।
স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে আয়োজিত উন্মুক্ত লটারিতে ওএমএস কর্মসূচি এবং খাদ্য বান্ধব কর্মসূচি আবেদনকারীদের মধ্যে থেকে নির্বাচিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “লটারির মাধ্যমে ডিলার নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং এতে অংশগ্রহণকারীদের মতামত ও উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সকলের সহযোগিতায় এ উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে।”
উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী,চররাজীবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম,চর রাজিবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেনসহ সকল আবেদনকারীগণ।
মন্তব্য