নিউজ ডেক্স >>> ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় উখিয়ায় ৭৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে।শনিবার (১০ মে) সকালে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ছৈয়দ আলম। অন্যদিকে জালিয়া পালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া অন্যান্য বিদ্যালয়গুলোতেও নানা আয়েঅজনে শিক্ষা সপ্তাহ শুরু করা হয়েছে।সভায় ঝড়ে পড়া শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত, শিক্ষা উপবৃত্তি প্রদান, বিদ্যালয়ের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ও মূল্যায়ন পরীক্ষার উপর গুরুত্বারোপ করা হয়।এসব সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য