মোংলা (বাগেরহাট) প্রতিনিধি >>> বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, দ্রুততম সংস্কারের মাধ্যমে জনগণের ভোটারাধিকার ফিরিয়ে দিয়ে তাদের ইচ্ছামত জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ না দিয়ে যদি তালবাহানা করা হয় তাহলে এদেশের মানুষ আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই লড়াই-সংগ্রাম আমরা করতে চাইনা, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। উপজেলা মুক্তিযোদ্ধা দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা এবং পৌর শাখার আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শাহাদাৎবার্ষিকীর এ অনুষ্ঠানে ৪’শ দুঃস্থ মানুষের হাতে খাবার ও নগদ সহায়তা তুলে দেন প্রধান অতিথি কৃষিবিদ শামীম।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফ, পৌর বিএনপি সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ঈমান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাব্বির হোসেন, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা শাখা সভাপতি শাহআলম শেখ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা পৌর শাখা সভাপতি সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার।
মন্তব্য